হে স্বাধীনতা কবিতাটি লিখেছেন মোঃ দানেশ আলী 🌾

হে স্বাধীনতা
🌾 মোঃ দানেশ আলী 🌾

স্বাধীনতা তুমি কার
শেখ মুজিব,নাকি জিয়াউর রহমান ?
স্বাধীনতা তুমি কার
ত্রিশ কোটি নর-নারীর তাজা তাজা প্রাণ
নাকি আলবদর রাজাকার?

স্বাধীনতা তুমি কার
রক্তে রাঙ্গানো শহীদ মিনার
নাকি পাকিস্তান হানাদার?
স্বাধীনতা তুমি কার
মুক্তিযোদ্ধার মাথার চুল
নাকি অশিক্ষার অন্ধকার ?
স্বাধীনতা তুমি কার
কবির কলমে ঝরা কবিতা
নাকি বোকা হাবাগোবার?

স্বাধিনতা তুমি কার
বীরশ্রেষ্ঠ শহীদ উন্নত মম শির !
নাকি শক্তিপেশি অত্যাচার?

স্বাধীনতা তুমি কার
মায়ের কান্না,স্বামী হারা বধু
নাকি পাষাণপুরির বুকের পাজর,
স্বাধীনতা তুমি কার
সবুজ শ্যামল রঙ্গিন পাতা
নাকি কৃষকের গলা ভরা ধানের বাহার?

স্বাধীনতা তুমি কার
আইনজীবীর আইন
নাকি হিন্দু-মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান?

স্বাধীনতা তুমি কার
ছয়টি ঋতু বারো মাস
নাকি পরকাল ?

স্বাধীনতা তুমি কার
সংসদ ভবনে শত্রু মিত্র লড়াই
নাকি সন্তান হারা মা পল্লীবালার?

স্বাধীনতা তুমি কার
মিথ্যার শিকলে ফাঁসি
নাকি বিবেকের বিচার?

স্বাধীনতা তুমি কার
বিদেশী কু চক্রীয়
নাকি স্বদেশী প্রেম মায়া মমতার?

স্বাধীনতা তুমি কার
মুক্তিযোদ্ধা নাকি রাজাকার?

হে স্বাধীনতা তুমি কার
আকরে থাকা সিংহাসন
নাকি জনগণের একমুঠো স্বাধীন আহার ? ।

 

আমাদের সম্পর্কে Stuff

Check Also

রহস্যময় মন কবিতার লেখক মোঃ দানেশ আলী

রহস্যময় মন 🌾 মোঃ দানেশ আলী 🌾 কেউ তোর নয় রে আপন সবাই তোমার পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *