স্নৃতির পৃষ্ঠা কবিতার লেখক মোঃ দানেশ আলী

স্নৃতির পৃষ্ঠা
🌾 মোঃ দানেশ আলী 🌾

পুরনো স্নৃতি যবে মনে পরে যায়
বেদনায় সাতরায় নিজেরে হারায়
কত কথা লিখেছিলে স্নৃতির পাতায়
পুড়ে গেছে সব কিছু, স্নৃতির পৃষ্ঠা পুড়ে নাই ।
হৃদয়ের চিত্রপট ছবি আঁকে আজো
ফুল ফুটে ফুল ঝরে আজো অবিরত
দেখে যাও শুনে যাও রিদয়ের গান
ক্ষণে ক্ষণে বেজে উঠে নিঃসঙ্গ প্রাণ ।

তুমি ছিলে নয়নে আছো ক্রমাগত
অশ্রু ঝরে যবে হয় ক্ষত-বিক্ষত
আকাশে পাখি উড়ে, তুমি উড়ো মনে
যেখানে যত দূরে যায়
অনুভবে আছো তুমি ফিরে ফিরে পায় ।

বদলে গেছে রুচি তোমার
বদলে গেছে ভাষা
বদলে গেছে আমার প্রতি নিবিড় ভালোবাসা ।

পরপারের ডাকে যদি কভু চলে যায়
বুঝবে সেদিন, খুঁজবে সেদিন
কাঁদবে নিরালায় ।

 

About Stuff

Check Also

রহস্যময় মন কবিতার লেখক মোঃ দানেশ আলী

রহস্যময় মন 🌾 মোঃ দানেশ আলী 🌾 কেউ তোর নয় রে আপন সবাই তোমার পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *