আমি-তুমি কবিতার লেখক মোঃ দানেশ আলী

আমি-তুমি
🌾 মোঃ দানেশ আলী 🌾
আমি কলম হলে, তুমি তার কালি
রূপ কথার রূপ দিয়ে করি মাখা মাখি ।
আমি দিন হলে, তুমি তার রাত্রি
জোনাকি হয়ে তোমার সাথে করবো মিতালি ।
আমি পাখি হলে, তুমি তার মানবী
আকাশে বাতাসে ডানা মেলে
খুঁজে নেব স্বর্গীয় বাঁশি ।
আমি কবি হলে, তুমি তার ছবি
তোমার রূপে উপমায় যত লেখা লিখি ।
আমি ফুল হলে, তুমি তার ফুলি
ফুলে ফুলে প্রজাপতি ডানা হব আমি ।
আমি আঁখি হলে, তুমি তার দৃষ্টি
দুজনে কাছা কাছি হয় আলো সৃষ্টি,
আমি ঝর হলে, তুমি তার ঝড়গতি
সমাধীতে সমাপন তুমি চাও যদি ।
আসমানে,পাখি গায় গান
এমনো সময় তুমি বন্ধু পাশে,
ওগো দক্ষিণা বাতাস মোদের
চিরকাল করো কল্যাণ ।

About Stuff

Check Also

প্রতারণার স্বাক্ষর কবিতার লেখক মোঃ দানেশ আলী

প্রতারণার স্বাক্ষর 🌾 মোঃ দানেশ আলী 🌾 আকাশ তুমি কেমন আছো বাতাস তুমি কেমন আছো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *