শিশুটির কান্না লেখক মোঃ দানেশ আলী

শিশুটির কান্না
🌾 মোঃ দানেশ আলী 🌾
শিশুটির কান্না শুনে নাই কেহ
শুনেছে অসহায় মা,
বাবার চোখে বাঁচিবার আশা
পিঠ জুড়ে শকুনের থাবা ।
নিজ গৃহ ভিটে ছাড়ি ভাসিয়াছে তরী খানি,
কে জানিত এমন করিয়া
সমুদ্র দিতে হবে পাড়ি ।
বাঁচিবার তরে আসে নাই কেহ
পর দেশ ভাবিল পর,
কেমন করে বাচিবে অবুজ শিশু মানুষ বড়ই স্বার্থপর ।
খোদার দুনিয়াই থাকিবে না কেহ চিরকাল,
মরিতে হবে পচি তে হবে
যবে আসিবে সে কাল ।
তবে কেন এত হানা-হানি শকুনের ব্যবহার
মানুষে মানুষে এই জ্বালাতন পবিত্র রক্তঝরিয়া
কি মহান অর্জন হবে তার
যে করে এমন শকুনের জারজ ব্যবহার ।

আমাদের সম্পর্কে Stuff

Check Also

রহস্যময় মন কবিতার লেখক মোঃ দানেশ আলী

রহস্যময় মন 🌾 মোঃ দানেশ আলী 🌾 কেউ তোর নয় রে আপন সবাই তোমার পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *