বাংলা ভালোবাসি কবিতার রচিতা মোঃ দানেশ আলী

বাংলা ভালোবাসি
🌾 মোঃ দানেশ আলী 🌾

বাংলা মানে উন্নয়ন সমৃদ্ধি দেশ
বাংলা মানে ধনী-গরিব একই পরিবেশ ।
বাংলা মানে বাংলাদেশ মহান নেতার বাণী
বাংলা মানে বারে বারে বিজয় ছিনিয়ে আনি ।

বাংলা মানে গরুর গাড়ি গোলা ভরা ধান
বাংলা মানে বারোটি মাস দুঃখ অবসান।
বাংলা মানে মা-মাটি রূপসী এক দেশ
বাংলা মানে স্বাধীনতা সুখের নাই শেষ ।

বাংলা মানে কদম ডালে পাখির কোলাহল
বাংলা মানে পদ্ম ফুলে ভ্রমর দেয় দোল ।
বাংলা মানে কবির হাতে কাব্য রাশি-রাশি
বাংলা মানে রাখাল ছেলে বাজায় মধুর বাঁশি ।

বাংলা মানে মাতৃভাষা অমর একুশে ফেব্রুয়ারি
বাংলা মানে স্বপ্ন শহর চোখে দেয় হাতছানি ।
বাংলা মানে পদ্মা, মেঘনা, সুরমা নদীর পানি
বাংলা মানে বালুচরে আলোর ঝল-মলানি ।

বাংলা মানে সবুজ মাঠ পূর্ব আকাশে লাল
বাংলা মানে লাল সবুজ থাকবে চিরকাল ।
বাংলা মানে আবার আমি ফিরে ফিরে আসি
বাংলা মানে সুখে দুঃখে বাংলা,বাংলা ভালোবাসি ।।

 

আমাদের সম্পর্কে Stuff

Check Also

রহস্যময় মন কবিতার লেখক মোঃ দানেশ আলী

রহস্যময় মন 🌾 মোঃ দানেশ আলী 🌾 কেউ তোর নয় রে আপন সবাই তোমার পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *