কর্মাকর্ম লেখক মোঃ দানেশ আলী

কর্মাকর্ম
🌾 মোঃ দানেশ আলী 🌾
দামি কথায় মন ভুলে না
মন ভুলাব কাজে
কাজের মাঝে শান্তি বিরাজ
সুনাম বাড়ে থরে থরে ।
অলস মনে, অলস শরীর
অলস ফলা-ফল
সুখের তরী উঠবে ভরি
কর্ম যার সম্বল ।
বিদ্যা শিখে বিদ্যা বাড়ে
কর্মে বাড়ে সুখ
অহংকারীর পতন বাড়ে
মনে বাড়ে দুখ ।
সকাল সাঝে উঠলে কাজে
বল পায় গা,
প্রার্থনায় তৃপ্তি বাড়ে
খোদা মহিমা ।
জল দেখে যে ভয়ে কাতর
ডুবে মরে সে
লোহা জমাই রাখলে ঘরে
হয় না সোনা মরচে লোহা নষ্ট করে ।

আমাদের সম্পর্কে Stuff

Check Also

রহস্যময় মন কবিতার লেখক মোঃ দানেশ আলী

রহস্যময় মন 🌾 মোঃ দানেশ আলী 🌾 কেউ তোর নয় রে আপন সবাই তোমার পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *