হে মুজিব কবিতার মোঃ দানেশ আলী

হে মুজিব
🌾 মোঃ দানেশ আলী 🌾
হে মুজিব-
তোমাকে পেলে ধন্য হত লক্ষ কোটি প্রদীপ ।
হে মুজিব-
জনতার সাগরে তুমি আজও চিরন্তন সজীব ।
হে মুজিব,
বীরের বেশে আবার যদি তুমি আসতে ফিরে
রাজ পথে মিছিল হত তোমাকে ঘিরে
শত কবিতা, তুমি সবি তা
ঝরতো না অশ্রু বেয়ে ।
হে মুজিব,
তোমাকে পেলে রাখাল ছেলে
বাজাতো বাঁশি মুখে ফুটতো পুষ্পের হাসি
কেটে যেত অমানিশার ঘোর
বাংলা, বাঙ্গালি জাতি পেত সোনালি রাঙ্গা এক নতুন ভোর।
হে মুজিব,
আকাশ ভরা স্বপ্ন তোমার হয়নি ধূলিসাৎ
আমরা তোমার মুজিব সেনা শোধ করিব সকল দেনা
আকাশ বাতাস চন্দ্র তারা
সাক্ষী আরো ঝরনা ধারা ।
হে মুজিব,
আবার যদি আসতে ফিরে
মুকুট দিতাম তব শিরে
তবে, কমতো বুকের জ্বালা
হে মুজিব,
কোন অদৃশ্য আকাশে তুমি হারালে ।

About Stuff

Check Also

রহস্যময় মন কবিতার লেখক মোঃ দানেশ আলী

রহস্যময় মন 🌾 মোঃ দানেশ আলী 🌾 কেউ তোর নয় রে আপন সবাই তোমার পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *