জমজ কবিতার লেখক মোঃ দানেশ আলী 

জমজ
মোঃ দানেশ আলী
একটি বিন্দুর একই ব্যাসার্ধ
দুটি বৃত্ত
মোরা দুটি তারা
জ্বল জ্বলিয়ে ছল ছলিয়ে
ঘরের উজালা ।
মোরা সাত রাঙ্গা রং
সাজি যে ঢং
একই পথে ঘুরি ফিরি
মোরা একটি নদীর দুটি তরী ।
মোরা দুরন্ত উড়ন্ত ঘুড়ি
আকাশ বাতাস চন্দ্র তারাই
মুক্তা আনি হাতে হাতধরি
মোরা একটি নদীর দুটি তরী ।
মোদের নেই ভয় সংশয়
মোরা দুর্বার কু-চক্র করি চুরমার
মোরা শান্ত কভু অশান্ত প্রাণবন্ত
জ্বলে পুড়ে স্বর্ণে হয় রূপান্তর ।

আমাদের সম্পর্কে Stuff

Check Also

রহস্যময় মন কবিতার লেখক মোঃ দানেশ আলী

রহস্যময় মন 🌾 মোঃ দানেশ আলী 🌾 কেউ তোর নয় রে আপন সবাই তোমার পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *