১৪৪ ধারা জারি কবিতা মোঃ দানেশ আলী

১৪৪ ধারা জারি
🌾 মোঃ দানেশ আলী 🌾
বুকের ভিতর হাওয়ায় বাড়ি
১৪৪ ধারা আছে জারি
সেই বাড়িতে তুমি ছাড়া নয় তো কারো ঠাঁই
আমি এমন একটি বাড়ি নির্মাণ করতে চাই ।
বাড়ির পাশে ছোট নদী
বয়ে চলে নিরবধি
সেই নদীতে স্নান তোমার
আমি নদীর পানি ।
সবাই জানে আমি একা
আমি একা নয়
দুই নয়নে আছো তুমি
আছো রিদয়ময়
সেই রিদয়ের মালিক বন্ধু
তোমায় করতে চাই,
বিনিময়ে বন্ধু তোমার
চোখে দিও ঠাঁই ।

আমাদের সম্পর্কে Stuff

Check Also

রহস্যময় মন কবিতার লেখক মোঃ দানেশ আলী

রহস্যময় মন 🌾 মোঃ দানেশ আলী 🌾 কেউ তোর নয় রে আপন সবাই তোমার পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *