আত্মার আমি কবিতা মোঃ দানেশ আলী

আত্মার আমি
🌾 মোঃ দানেশ আলী 🌾
আমি যন্তনার সুখে কাতরাই
দুঃখের সাগরে সাতরাই
আমি জ্বলছি দাবা অনলে
ডুকরে ডুকরে কাঁদে মন অন্তরালে ।
আমি উড়ছি আকাশ থেকে বহু দুরে
প্রান্তর থেকে তেপান্তরে
উড়ছি তবুও পুরছি
জোয়ার ভাঁটা যেমন ভাসে সাগরে ।
আমি চৈত্রের কারাগারে বন্দী
বেদনা লুকাতে লুকাতে বেদনার সাথে মোর সন্ধি
আমি পুষ্পের তাজ,রজনীগন্ধা,টগর,গোলাপ
ঝরে পরি অনাদরে স্তব্ধ মোর প্রলাপ ।
আমি যুগের হাওয়ায় দোলছি
চাওয়া না পাওয়াই চলছি
আমি চাঁদোয়া রাতের দাওয়া
কাশফুলের কমল হাওয়া
আমি চৈত্রের ধুলো,ফাল্গুনে একটু এলো-মেলো ।

About Stuff

Check Also

রহস্যময় মন কবিতার লেখক মোঃ দানেশ আলী

রহস্যময় মন 🌾 মোঃ দানেশ আলী 🌾 কেউ তোর নয় রে আপন সবাই তোমার পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *