বন্ধুদ্বয় কবিতাটি লিখেছেন মোঃ দানেশ আলী 🌾

বন্ধুদ্বয়
🌾 মোঃ দানেশ আলী 🌾

বন্ধু তুমি সাত নুড়ি হার
হীরা চুনি পান্না,
বন্ধু তুমি মনের মত
দূরে গেলে পাই কান্না ।

বন্ধু তুমি আঁধার কালো
জোনাক জ্বলা শোভন আলো
বন্ধু তুমি ঝগরাটে খুব আমায় করো নগ্ন
বন্ধু তুমি আমার কাছে দুঃখে সুখে অনন্য ।

বন্ধু তুমি ফুলের মত
রঙ্গিন তব হাসি,
কাছে দূরে রেখ আমায়
রেখ পাশা-পাশি ।

বন্ধু তুমি চাঁদের মত
চাঁদনি ভরা রাত,
বন্ধু তুমি ঘুম ভাঙ্গানো নিত্য সু-প্রভাত ।

বন্ধু তুমি ঝরণা ধারা, পাখির কলতান
বন্ধু তুমি শুকনো পাতা
আঁখি ছল-ছল ।

বন্ধু তুমি মৃদু বাতাস
অবুজ শিশুর হাসি,
বন্ধু তুমি বক্ষ পাজর
কন্ঠে বাজাও বাঁশি ।।

 

আমাদের সম্পর্কে Stuff

Check Also

রহস্যময় মন কবিতার লেখক মোঃ দানেশ আলী

রহস্যময় মন 🌾 মোঃ দানেশ আলী 🌾 কেউ তোর নয় রে আপন সবাই তোমার পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *