আজব স্বার্থপর কবিতার লেখক মোঃ দানেশ আলী

আজব স্বার্থপর
🌾 মোঃ দানেশ আলী 🌾
বন্ধুরে তুই কেমন আছিস
দুঃখে কি বা সুখে বাঁচিস
একটি বারো নিলে না রে খবর
বন্ধুরে তুই আজব স্বার্থপর ।
আমি থাকি তোর আশায়
তুই থাকিস ভুলে
কোন গগণে ভাসিস রে তুই
কোন সাগরের কূলে ।
বন্ধুরে তুই হঠাৎ করে চলে গেলি দূরে
মনে পরে সারাটি ক্ষণ
ভুলি কিসের ছলে,
বন্ধুরে তুই আপন ছিলি,আমি ছিলাম পর
বন্ধুরে তুই আজব স্বার্থপর ।
ফুলের আশাই হাত বাড়ালাম
কাটাই পেলাম শেষে
বন্ধুরে তুই কোথাই আছিস
কোন বাতাসে মিশে ।
একটি বার আয় ফিরে আয়
সাঁতার কাটি খালে বিলে,
আবার না হয় যাবি চলে
হৃদয় দুয়ার রাখবো খুলে.
বন্ধুরে তুই আপন ছিলি আমি ছিলাম পর
বন্ধুরে তুই আজব স্বার্থপর ।

আমাদের সম্পর্কে Stuff

Check Also

রহস্যময় মন কবিতার লেখক মোঃ দানেশ আলী

রহস্যময় মন 🌾 মোঃ দানেশ আলী 🌾 কেউ তোর নয় রে আপন সবাই তোমার পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *