এই তো আমার দেশ লেখক মোঃ দানেশ আলী

এই তো আমার দেশ
🌾 মোঃ দানেশ আলী 🌾

ধানের শিষে কৃষক হাসে
গমের শিষে চাষী
ফুল-ফলেতে ভ্রমর হাসে
মন করে উদাসী,
এই তো আমার দেশ
সোনার বাংলাদেশ
এই তো আমার দেশ সুদৃশ্য পরিবেশ ।

খালে বিলে ক্ষুদ্র ঝিলে
পানকৌড়ি খায় শামুক তুলে
পদ্ম ফুটে রঙ্গিন সাজে,
শ্যামলা বরণ দিঘীর জলে
এ তো আমার দেশ
রূপের নাইকো শেষ ।

পূর্ব আকাশে সূর্য হাসে
দিন ফুরালে চাঁদটি ভাসে
শহর হাসে আলোয় আলোয়
গাঁও গ্রামে আঁধার কালোয় ,
এই তো আমার দেশ
জনতার রক্তে ভেজা লাল সবুজে
স্বাধীন বাংলাদেশ ।

বৃক্ষ ডালে পাখি হাসে
জোয়ার -ভাটাই নদী
একূল ভাঙ্গে ওকূল গড়ে
দুই কূলেতেই চুমি,
এই তো আমার দেশ রৌদ্র ছায়ায়
সুদৃশ্য পরিবেশ ।

 

আমাদের সম্পর্কে Stuff

Check Also

রহস্যময় মন কবিতার লেখক মোঃ দানেশ আলী

রহস্যময় মন 🌾 মোঃ দানেশ আলী 🌾 কেউ তোর নয় রে আপন সবাই তোমার পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *